ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইপিএফএফ প্রকল্প থেকে ১ কোটি ৯১ লাখ ডলার অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
আইপিএফএফ প্রকল্প থেকে ১ কোটি ৯১ লাখ ডলার অনুমোদন

ঢাকা: বিনিয়োগ উন্নয়ন ও অর্থায়ন সুবিধা (আইপিএফএফ) প্রকল্প থেকে এক কোটি ৯১ লাখ ডলার (প্রায় ১৪৯ কোটি টাকা) বিনিয়োগের অনুমোদন দিয়েছে এ সংক্রান্ত কমিটি।

বাংলাদেশ ব্যাংকের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের অর্থায়ন করছে বিশ্ব ব্যাংক।

জানা যায়, মিডল্যান্ড পাওয়ার কোম্পানি লিমিটেডের (এমপিসিএল) অনুকূলে দীর্ঘমেয়াদী এ ঋণের অনুমোদন হয়েছে।

বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট্র ব্যাংক ও ট্রাস্ট্র ব্যাংকের মাধ্যমে এ অর্থ ছাড় হবে।

সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে অবকাঠামো উন্নয়ন প্রকল্পে দীর্ঘমেয়াদী ঋণ দিতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২০০৭ সালে আইপিএফএফ প্রকল্পের যাত্রা শুরু হয়।

এ পর্যন্ত নয়টি পাওয়ার প্রকল্প, একটি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো, একটি আইটি অবকাঠামো প্রকল্প ও তিনটি পানি শোধনাগারে এ প্রকল্পের অর্থ বিনিয়োগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।