ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পরিবর্তন হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
পরিবর্তন হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নাম

ঢাকা: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নাম পরিবর্তন করে ‘আর্থিক প্রতিষ্ঠান’ বিভাগ করার উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়।
 
বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম।



আইডিআরএ কার্যালয় উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
 
সচিব বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নাম পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এর সঙ্গে বিমার নাম যুক্ত করা হচ্ছে না। আগের নাম থেকে ব্যাংক বাদ দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ করার চিন্তাভাবনা করা হচ্ছে। এ বিষয়ে কাজ চলছে।
 
তবে নাম পরিবর্তনের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে অর্থমন্ত্রীকে জানানো হয়নি। মন্ত্রী পরিষদ সভায় উপস্থাপনের আগে মন্ত্রীকে সার্বিক বিষয় জানানো হবে।
 
সচিব আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার দিক থেকে বিমা খাত এখনো অনেক পিছিয়ে। বিমা খাতকে এগিয়ে নেওয়ার জন্য বেশকিছু নীতিমালা করা হচ্ছে। কিন্তু বিভিন্নভাবে তা আটকে যাচ্ছে।
 
আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবুদল মুহিত।

এছাড়া অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খায়রুল হোসেন, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন, সহ-সভাপতি আহসানুল ইসলাম টিটুসহ বিমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।