ঢাকা: দ্য গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ড-২০১৫তে ‘ব্র্যান্ড এক্সিল্যান্স’ সম্মাননা পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রতিষ্ঠানটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি স্থানীয় হোটেলে দ্য গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ড ২০১৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে সম্মাননা গ্রহণ করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী।
ব্যাংকিং ও আর্থিক পরিষেবা ক্ষেত্রে অবদান রাখায় ‘ব্র্যান্ড এক্সিল্যান্স’ সম্মাননা পেয়েছে ইউসিবিএল। এর আগে প্রতিষ্ঠানটি বাংলাদেশের শ্রেষ্ঠ ইমার্জিং মার্কেট ব্যাংক ২০১৪ ও সিইও অফ দ্য ইয়ার সম্মাননায় ভূষিত হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান, ব্যাংকিং অঙ্গনসহ বিশ্বের স্বনামধন্য মার্কেটিং পেশাজীবী, ব্যবসায়িক ব্যক্তিত্ব ও গণমাধ্যম ব্যক্তিত্ব সহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫