ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অনলাইনে বিদ্যুৎ বিল

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও ডেসকো’র চুক্তি স্বাক্ষর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও ডেসকো’র চুক্তি স্বাক্ষর ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: এবার অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধের সেবা নিয়ে এলো শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাজধানীর প্লাম ভিউ হোটেলে শাহ্জালাল ইসলামী ব্যাংক ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।



শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম. মুশফিকুর রহমান এবং ডেসকো’র সচিব ইঞ্জি. জুলফিকার তাহমিদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তির ফলে ঢাকা অঞ্চলে ডেসকোর গ্রাহকরা শাহ্জালাল ইসলামী ব্যাংকের সকল শাখার মাধ্যমে অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। দীর্ঘদিনের প্রচলিত বিল পরিশোধ প্রক্রিয়ায় গ্রাহকের অর্থ, সময় ও শ্রমের অপচয় বন্ধ করতে ডেসকো তাদের গ্রাহকদের স্বার্থে অনলাইন বিল পরিশোধ পদ্ধতি চালু করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসিহউল হক চৌধুরী, আন্তর্জাতিক বিভাগের প্রধান ও এসইভিপি মো. আখতার হোসেন, জনসংযোগ বিভাগের প্রধান ও ভিপি মো. সামছুদ্দোহা এবং ব্যাংকিং অপারেশন ডিভিশনের প্রধান ও ভিপি মো. নকিবুল ইসলাম, ডেসকো’র অর্থ বিভাগের পরিচালক রাফি উদ্দিন, প্রশাসন বিভাগের পরিচালক আব্দুল্লাহ্ আল মাসুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।