ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিটিআরসি’র দ্বৈতনীতিতে ক্ষতিতে ভিএসপি ব্যবসায়ীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
বিটিআরসি’র দ্বৈতনীতিতে ক্ষতিতে ভিএসপি ব্যবসায়ীরা ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অবৈধ ভিওআইপি বন্ধ করে রাজস্ব আদায় বাড়ানোর উদ্দেশে সরকার ২০১৩ সালে ৮৮৭টি ভিএসপি লাইসেন্স দেয়। কিন্তু সরকারি নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি আইজিডব্লিউকে অনৈতিক সুবিধা দিতে দ্বৈতনীতি গ্রহণ করেছে।

ফলে সরকারের উদ্যোগ ব্যর্থ হয়ে ভিএসপি ব্যবসা ধ্বংসের পথে বলে অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা।
 
রোববার (৫ এপ্রিল’২০১৫) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ভিওআইপি সার্ভিস প্রোভাইডার’র(বিএভিএসপি) পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।
 
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৩ সালে ৮৮৭টি ভিএসপি লাইসেন্স’র জন্য বিটিআরসির মাধ্যমে সরকারকে ফি হিসেবে ৬০ কোটি টাকা দেওয়া হয়। কিন্তু ২ বছর পার হলেও আইজিডব্লিউ’র সঙ্গে ভিএসপি’র আকাশ-পাতাল বৈষম্য রয়েছে।
 
এছাড়া আইজিডব্লিউ’র অনীহা ও অসহযোগিতা এবং বিটিআরসি’র উদাসীনতায় ভিএসপি লাইসেন্সপ্রাপ্তরা কোনো ব্যবসা করতে পারেনি। ফলে লাইসেন্স প্রাপ্তরা তাদের বিনিয়োগ নিয়ে শঙ্কিত। বর্তমান নীতিমালা অনুযায়ী ভিএসপি লাইসেন্সধারীদের পক্ষে ব্যবসা ও পুঁজি রক্ষা করা কোন অবস্থাতেই সম্ভব হচ্ছে না।
 
আইজিডব্লিউ’র অপারেটররা ভিএসপি’র সঙ্গে আন্তসম্পর্ক চুক্তি(ইন্টারকানেকশন এগ্রিমেন্ট) করতে দেড় বছর সময় পার করে দেয়। এখন পর্যন্ত অনেক আইজিডব্লিউ অপারেটর চুক্তি না করেই লাইসেন্স’র শর্ত ভঙ্গ করছে। এই অপারেটররা ভিএসপি’র লাইসেন্স ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে।
 
বিএভিএসপি’র পক্ষ থেকে বলা হয়, আইজিডব্লিউ অপারেটররা ভিএসপি’র নামে কল টারমিনেশন করে ভিএসপি’র ৫ শতাংশ রেভিনিউ পরিশোধ না করে ১ শতাংশের কম ভাড়া হিসেবে পরিশোধ করছে। সে হিসেবে ২৯টি আইজিডব্লিউ অপারেটর অর্ধেক ভিএসপি লাইসেন্স ব্যবহার করলেও ২বছরে ভিএসপিকে ২৯০ কোটি টাকা রেভিনিউ পরিশোধ করার কথা। কিন্তু তারা তা পরিশোধ করেনি। অথচ আইজিডব্লিউ অপারেটররা ভিএসপিকে ২৯০ কোটি টাকা পরিশোধ করেছে বলে বিটিআরসিতে প্রতিবেদন জমা দিয়েছে।
 
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, লাইসেন্স’র শর্ত অনুযায়ী ভিএসপি ও আইজিডব্লিউ অপারেটররা একই রেটে অন্তর্জাতিক বাজারে ভিওআইপি সার্ভিস বিক্রি করে। সেবা, বাজার, রেট একই হওয়ার পরও আইজিডব্লিউ অপারেটররা কল রেটের উপর ২০ শতাংশ কমিশন পায়। অপরদিকে ভিএসপি অপারেটরদের কমিশন নির্ধারণ করা হয়েছে মাত্র ৫ শতাংশ।
 
এছাড়া নীতিমালা অনুযায়ী, আইজিডব্লিউ অপারেটররা আনলিমিটেড পোর্ট ক্যাপাসিটির মাধ্যমে টিডিএম ও ভিওআইপি কল আদান-প্রদান করতে পারে। অপরদিকে বৈষম্যমূলকভাবে ভিএসপি অপারেটরদের আইজিডব্লিউ থেকে ৯০টি পোর্ট’র ক্যাপাসিটি নির্ধারণ করে দেওয়া হয়েছে।
 
একটি মহলের স্বার্থ রক্ষায় বিটিআরসি কাজ করছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে ভিএসপি লাইসেন্স’র ফি কমানোর দাবি জানানো হয়। এ বিষয়ে বলা হয়, প্রথম দুই বছর ভিএসপি লাইসেন্স’র ফি মওকুফ করতে হবে। এরপর ১০ হাজার টাকা করে নবায়ন ফি নির্ধারণ করতে হবে।
 
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।