ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মোবাইলের বর্ধিত সারচার্জ যাবে স্বাস্থ্য ও শিক্ষা খাতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
মোবাইলের বর্ধিত সারচার্জ যাবে স্বাস্থ্য ও শিক্ষা খাতে ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরে নতুন বাজেটের আকার তিন লাখ কোটি টাকা হতে পারে বলে আভাস দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, মোবাইলে ১ শতাংশ হারে যে অতিরিক্ত সারচার্জ আদায় হবে তা শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যয় করা হবে।

রোববার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রাক-বাজেট আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।



বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট’ (পিআরআই), ইকোনমিক রিসার্চ গ্রুপ (ইআরজি), বাংলাদেশ অর্থনীতি সমিতি এবং এবং সরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষকদের সঙ্গে বৈঠকে মুহিত আরও বলেন, মোবাইল বর্ধিত সারচার্জের একটি টাকাও অন্যখাতে যাবে না। সব টাকা শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে ব্যয় হবে।

বিআইডিএস গবেষক নাজনিন আক্তার বলেন, আরএমজি খাত, ট্যুরিজম, ফার্নিচার, ফার্মাসিউটিক্যাল খাত নিয়ে আমাদের এখনই ভাবতে হবে। কারণ ২০২১ সালে এই খাত আরও প্রতিযোগিতার মধ্যে পড়ে যাবে। ’

তিনি আরও বলেন, ১ ভাগ হারে মোবাইলের সারচার্জের টাকা সুনির্দিষ্টভাবে কোন খাতে কিভাবে ব্যয় হবে। এই বিষয়টি আমাদের পরিষ্কার করতে হবে। আমরা যতটুকু জানি এই টাকা শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে। কিন্তু কিভাবে ব্যয় করা হবে সেই বিষয়টি পরিষ্কার করতে হবে।   এর পরেই অর্থমন্ত্রী বৈঠকে বিষয়টি পরিষ্কার করেন।

বাজেটের আগে প্রস্তাবিত ১১টি বৈঠকের একটি সময়সূচি ও স্থান চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। সূচি অনুযায়ী একই স্থানে এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা হবে ৭ এপ্রিল। খ্যাতিমান অর্থনীতিবিদ ও পেশাজীবীদের সঙ্গে সভা হবে ৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। চ্যানেল আইয়ের উদ্যোগে ‘কৃষি বাজেট, কৃষকের বাজেট’ নিয়ে আলোচনা হবে ৯ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে।

এছাড়া ১৩ এপ্রিল বিশ্ব ব্যাংকের বসন্তকালীন বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন অর্থমন্ত্রী। ২৪ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে ২৭ ও ২৮ এপ্রিল দুইদিন মন্ত্রী বৈঠক করবেন সকল মন্ত্রণালয়/বিভাগের সিনিয়র সচিব/সচিবদের সঙ্গে।

অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে ২৯ এপ্রিল। জাতীয় সংসদের চারটি স্থায়ী কমিটির (অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি ও সরকারি প্রতিষ্ঠান কমিটি) সভাপতি ও সদস্যদের সঙ্গে আলোচনা হবে ১০ মে। বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের সঙ্গে অর্থমন্ত্রীর প্রাক-বাজেট আলোচনা হবে ১১ ও ১২ মে।

১৪ মে  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে শেষ হবে অর্থমন্ত্রীর ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রাক-বাজেট আলোচনা।

চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের আকার হচ্ছে দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থবছরের বাজেটের আকার ছিল দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা।

প্রাক-বাজেট আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন আহমেদ, এনবিআর চেয়ারম্যান নবিজুর রহমান, পরিকল্পনা সচিব শফিকুল আজম, আইএমডি সচিব শহিদউল্লা খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।