ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংক এশিয়ার ২ ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
ব্যাংক এশিয়ার ২ ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত এ এম নুরুল ইসলাম ও মোহাম্মদ সাফওয়ান চৌধুরী

ঢাকা: মোহাম্মদ সাফওয়ান চৌধুরী এবং এ এম নুরুল ইসলাম অনু গত ৩১ মার্চ অনুষ্ঠিত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

সাফওয়ান চৌধুরী সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, যথাক্রমে ফুলবাড়িয়া টি এস্টেটস, এম আহমেদ কোল্ড স্টোরেজ, প্রিমিয়ার ডাইং অ্যান্ড ক্যালেন্ডারিং এবং এম আহমেদ ফুড অ্যান্ড স্পাইসেসের এমডি।



অপর ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান। তিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং পরবর্তী সময় প্রথিতযশা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক পদে অধিষ্ঠিত থেকে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।