ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২১ কাস্টমস কর্মকর্তার দপ্তর বদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
২১ কাস্টমস কর্মকর্তার দপ্তর বদল

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড’র (এনবিআর) অধীনের কাস্টমস হাউজের কমিশনারসহ ২১ কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে।
 
রোববার (০৫ এপ্রিল) শুল্ক (কাস্টমস) দ্বিতীয় সচিব শামসুদ্দীন স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে দপ্তর বদলের এসব আদেশ জারি করা হয়েছে।


 
প্রজ্ঞাপনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (চট্টগ্রাম ট্রেনিং একাডেমি) অতিরিক্ত কমিশনার মতিউর রহমানকে ঢাকা (পশ্চিম) কমিশনার হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
 
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা (পশ্চিম) অতিরিক্ত কমিশনার মোস্তবা আলীকে কমিশনার হিসেবে পানগাঁও কাস্টমস হাউসের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
 
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা (দক্ষিণ) অতিরিক্ত কমিশনার ইসমাইল হোসেন সিরাজীকে একই প্রতিষ্ঠানের কমিশনারের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
 
প্রজ্ঞাপনে চট্টগ্রাম বন্ড কমিশনারেট’র কমিশনার আবদুল মান্নান শিকদারকে রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
 
ঢাকা বন্ড কমিশনারেট কমিশনার ড. শহিদুল ইসলামকে চট্টগ্রাম ভ্যাট আপিল কমিশনার, যশোর ভ্যাট কমিশনার শফিকুল ইসলামকে চট্টগ্রাম বন্ড কমিশনারেটে বদলি করা হয়েছে।
 
চট্টগ্রাম ভ্যাট কমিশনার জামাল হোসেনকে যশোর ভ্যাট, কমলাপুর আইসিডির কমিশনার এসএম হুমায়ন কবিরকে শুল্ক মূল্যায়নে বদলি করা হয়েছে।
 
কুমিল্লা ভ্যাট কমিশনার এনামুল হককে ভ্যাট, ঢাকা (পূর্ব), পানগাঁওয়ের কাস্টমস কমিশনার মাসুদুল কবিরকে কমলাপুর আইসিডিতে বদলি করা হয়েছে।
 
ঢাকা (পশ্চিম) ভ্যাট কমিশনার সাইফুল ইসলামকে কাস্টমস বন্ড কমিশনারেটে, চট্টগ্রাম (ভ্যাট) আপিলের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়াকে চট্টগ্রাম ভ্যাটে বদলি করা হয়েছে।
 
ভ্যাট (খুলনা) কমিশনার আল আমিন প্রামাণিককে মংলা কাস্টমস হাউসে ও ভ্যাট (খুলনা) কমিশনারের দায়িত্ব পেয়েছেন মংলার কমিশনার কেএম অহিদুল আলম।
 
প্রজ্ঞাপন অনুসারে, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট রাজশাহী অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ফখরুল আলমকে চট্টগ্রাম কাস্টমস হাউজে বদলি করা হয়েছে।
 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোয়াজ্জেম হোসেনকে রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অতিরিক্ত কমিশনার বদলি করা হয়েছে।
 
কাস্টমস হাউজ কমলাপুর, ঢাকা অতিরিক্ত কমিশনার হোসাইন আহমেদকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে বদলি করা হয়েছে।
 
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা (উত্তর) অতিরিক্ত কমিশনার বেগম মোবারা খানমকে জাতীয় রাজস্ব বোর্ড প্রথম সচিব (মূসক) বদলি করা হয়েছে।
 
জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (শুল্ক রপ্তানি বন্ড) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা (উত্তর) অতিরিক্ত কমিশনার করা হয়েছে।
 
এছাড়া বিভিন্ন কাস্টমস হাউজের ১৩ জন যুগ্ম কমিশনারের দপ্তর বদলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
আরইউ/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।