ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অক্টোবর থেকে আন্তঃব্যাংক লেনদেনে তাৎক্ষণিক পরিশোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
অক্টোবর থেকে আন্তঃব্যাংক লেনদেনে তাৎক্ষণিক পরিশোধ

ঢাকা: আন্তঃব্যাংক লেনদেন দ্রুত সম্পন্ন করতে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (০৬ এপ্রিল) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে একটি রোডম্যাপ ঘোষণা করা হয়।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ৮ অক্টোবর থেকে আরটিজিএস ব্যবস্থা পুরোদমে চালু হবে।

ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে আরটিজিএস বাস্তবায়নে ব্যাংকগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। এতে বলা হয়, এ ক্ষেত্রে প্রয়োজন হলে আগামী ৩০ জুনের মধ্যে ভেন্ডার নিয়োগ করতে হবে।

আগামী ১৭ আগস্টের মধ্যে প্রয়োজনীয় হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজ সম্পন্ন এবং ১৪ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ব্যবহার শুরু করতে হবে। এছাড়াও ১ অক্টোবরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার পর ৮ অক্টোবর থেকে আরটিজিএসের কার্যক্রম পুরোদমে শুরু করতে হবে।

সার্কুলারের সঙ্গে আরটিজিএস বাস্তবায়নের পদ্ধতিগত বিভিন্ন নমুনাও ব্যাংকগুলোকে অবহিত করা হয়েছে।

আন্তঃব্যাংক লেনদেনে বাংলাদেশ অটোমেটেড চেক ক্লিয়ারিং হাউজের আপডেট ভার্সন হিসেবে বেশ আগেই আরটিজিএস চালুর উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক।

বর্তমান ব্যবস্থায় চেক নিকাশের জন্য সকালে জমা দিলে বিকেলে এবং বিকেলে জমা দিলে পরের দিন পরিশোধ হয়। অনেক ক্ষেত্রে গ্রাহকদের দু’দিন বা তারও বেশি সময় অপেক্ষা করতে হয়। তবে আরটিজিএস চালু হলে দেশের যেকোনো জায়গা থেকে অন্য ব্যাংকে চেক জমা করার পর তাৎক্ষণিকভাবে পরিশোধ হয়ে যাবে।

বাংলাদেশ সময়:০১১১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এসই/এটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।