ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইস্পাহানি অ্যালায়েন্স ফার্মাসিউটিক্যালসে নতুন সিওও

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
ইস্পাহানি অ্যালায়েন্স ফার্মাসিউটিক্যালসে নতুন সিওও ড. চন্দ্র শেখর রেড্ডি

ঢাকা: ড. চন্দ্র শেখর রেড্ডি (নাগারেড্ডি) সম্প্রতি ইস্পাহানি অ্যালায়েন্স ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (আইএপিএল) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে যোগ দিয়েছেন।

ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং চীনের ওষুধ শিল্পের সঙ্গে দীর্ঘ ১৭ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে চন্দ্র শেখ রেড্ডির।

সেখানে এ খাতসংশ্লিষ্ট বিভিন্ন গবেষণা কাজেও জড়িত ছিলেন তিনি।

ভারতের আচার্য নাগার্জুনা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজিতে পিএইচডি ও রাজীব গান্ধী ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স থেকে ফার্মাসির ওপর মাস্টার্স ডিগ্রি লাভ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।