ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নেসলে বাংলাদেশ’র বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
নেসলে বাংলাদেশ’র বিশ্ব স্বাস্থ্য দিবস পালন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৫(৭ এপ্রিল) এর প্রতিপাদ্য ‘খাদ্য নিরাপত্তা’ কে সামনে রেখে দিনটি পালন করেছে নেসলে বাংলাদেশ। নেসলে বাংলাদেশের কর্মকর্তারা এদিন, সুবিধাবঞ্চিত শিশুদেরকে পুষ্টি, স্বাস্থ্য  এবং পরিছন্নতা সম্পর্কে সচেতনতা-মূলক তথ্য উপস্থাপন করেন।

কর্মকর্তারা দুটি গ্রুপে ‘মায়ের আঁচল’ এবং ‘থ্রাইভ’ দারা পরিচালিত স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের সাথে সময় কাটান।

এছাড়াও এর ঢাকাস্থ প্রধান কার্যালয় নিনাকাব্যতে এবং শ্রীপুর ফ্যাক্টরিতে খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক কোম্পানি নেসলে সমাজ এবং ভোক্তাদের প্রতি তার দায়িত্বের অংশ হিসাবে প্রতি বছর দিনটি পালন করে থাকে। প্রথম বারের মত এই বছর বাংলাদেশেও তা পালিত হলো।

একইদিন কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।