ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইওআরএ প্রতিনিধি দলের সঙ্গে এফবিসিসিআই সহসভাপতির মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
আইওআরএ প্রতিনিধি দলের সঙ্গে এফবিসিসিআই সহসভাপতির মতবিনিময়

ঢাকা: ইন্ডিয়ান ওসান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) পরিচালক ফিরদাসু দাহলানের নেতৃত্বে ব্যবসায়ী দল এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলীর সঙ্গে মতবিনিময় করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এফবিসিসিআই কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মনোয়ারা হাকিম আলী বাংলাদেশ থেকে প্রতিযোগিতামূলক মূল্যে তৈরি পোশাক ও বাংলাদেশে শিল্প, যোগাযোগ ও পর্যটন খাতে বিনিয়োগের জন্য আহ্বান জানান।

বাংলাদেশে শিল্প, যোগাযোগ ও পর্যটন খাতে বিনিয়োগ, ভিসা সহজীকরণ, সামগ্রিক নিরাপত্তার নিশ্চয়তা ও ব্লু  ইকোনমিক প্রকল্প বাস্তবায়ন এবং নারীর ক্ষমতায়ন কর্মসূচি বাস্তবায়নে আইওআরএ-এর প্রতি আহবান জানিয়েছেণ এফবিসিসিআই।

বেসরকারি খাতের মধ্যে বাণিজ্যিক সর্ম্পক জোরদার করার লক্ষ্যে এফবিসিসিআই এবং আইওআরএ -এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করার প্রস্তাব দেন। আইওআরএ ২০ সদস্যের প্রতিনিধি দলের এক নেতা সমঝোতা চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

এয়াড়াও আইওআরএ-এর অর্ন্তভুক্ত ২০টি দেশের মধ্যে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মালয়েশিয়া, মরিশাস, ওমান, সুইজারল্যান্ড, সিংগাপুর, সাউথ আফ্রিকা, শ্রীলংকা, থাইল্যান্ডের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বাণিজ্যিক সফর বৃদ্ধির ব্যাপারে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
এসই/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।