ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘ক্ষুদ্রঋণে মুনাফা কমানো প্রয়োজন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
‘ক্ষুদ্রঋণে মুনাফা কমানো প্রয়োজন’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: ক্ষুদ্রঋণের সুবিধা সর্বত্র ছড়িয়ে দিতে এর ওপর মুনাফা কমানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার (৮ এপ্রিল) সকালে পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) অডিটোরিয়ামে ‘প্রোমোটিং মাইক্রো ফাইন্যান্স ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ইন আইওআরএ রিজন’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



অর্থমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন, বেকারত্ব ও দারিদ্র দূরীকরণে ক্ষুদ্র ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্ষুদ্রঋণ গ্রাম ও শহরের নারীদের স্বাবলম্বী করতে দারুণ ভূমিকা রাখছে।

এ সময় ড. মোহাম্মদ ইউনুসের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে ক্ষুদ্রঋণের ইতিহাস দীর্ঘদিনের। ড. ইউনুস হলেন ক্ষুদ্রঋণের স্থপতি।

এ কর্মশালায় আরও বক্তব্য রাখেন পিকেএসএফ’র চেয়ারম্যান প্রফেসর ড. কাজী খলিকুজ্জামান।

ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পিকেএসএফ যৌথভাবে দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করেছে। আইওআরএ’র ২০টি সদস্য দেশের মধ্যে ১২টি দেশ এ কর্মশালায় অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
জেপি/আরইউ/এসইউ/আরআই



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।