ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিজিএমইএ ও ‘ফর বাংলাদেশ’র মধ্যে সমঝোতা স্মারক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
বিজিএমইএ ও ‘ফর বাংলাদেশ’র মধ্যে সমঝোতা স্মারক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুর্ঘটনায় আহত পোশাক শ্রমিকদের চিকিৎসা সেবা দিতে বিজিএমইএ ও জার্মানভিত্তিক এনজিও ‘ফর বাংলাদেশ’র মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
সম্প্রতি স্থানীয় একটি হোটেলে এ চুক্তি সই হয়।



এতে বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম এবং ফর বাংলাদেশের সভাপতি হাসনাত মিয়া সই করেন।

বুধবার (৮ এপ্রিল’২০১৫) বিজিএমইএ’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

অনুষ্ঠানে ছিলেন বিজিএমইএ’র দ্বিতীয় সহ-সভাপতি এস এম মান্নান (কচি), জার্মানির প্রখ্যাত শল্য চিকিৎস্যক (প্লাস্টিক, বার্ন, হ্যান্ড-সার্জারি) অধ্যাপক ড. হেইনজ হারবার্ট হোমানসহ আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ফর বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছে। এই সংস্থার সঙ্গে ইন্টারপ্লাস্ট জার্মানি, নেদারল্যান্ড ও হাঙ্গেরির বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৫
এসএন/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।