ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দ্বিতীয় ক্যামেলকো সম্মেলন শুরু ২ মে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
দ্বিতীয় ক্যামেলকো সম্মেলন শুরু ২ মে

ঢাকা: মানি লন্ডারিং প্রতিরোধে শেয়ার বাজারে বিনিয়োগকারী ব্রোকারেজ হাউজ ও বিনিয়োগকারী মার্চেন্ট ব্যাংকের প্রধানদের নিয়ে দ্বিতীয় ক্যামেলকো সম্মেলন শুরু হবে আগামী ২ মে। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ৩ মে পর্যন্ত।


 
কক্সবাজারে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী।  
 
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র  ও নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, সম্মেলনে অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন রোধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্মেলনে ব্রোকার হাউজ, বিনিয়োগকারী মার্চেন্ট ব্যাংকের শীর্ষ গ্রহীতাদের অর্থ পাচার সংক্রান্ত বিষয়ে জানতে চাওয়া হবে। পাশাপাশি ব্যাংকগুলোকে এ বিষয়ে প্রতিবেদন পাঠাতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
 
এর আগে চলতি বছরের ২৬ থেকে ২৮ মার্চ মানি লন্ডারিং প্রতিরোধে দেশে কার্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ক্যামেলকো সম্মেলন হয়েছে কক্সবাজারেই।
 
বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।