ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশুগঞ্জ বন্দরে ভারতের ৯৬৭ টন চাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
আশুগঞ্জ বন্দরে ভারতের ৯৬৭ টন চাল ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া: তৃতীয় দফা ভারতের খাদ্য সহায়তার চাল নৌ প্রটোকল চুক্তির আওতায় ৯৬৭ টন ভারতীয় চাল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছেছে।
 
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এমভি সান মেরিনো নামে একটি জাহাজ চাল নিয়ে বন্দরে পৌঁছায়।



গত ২৮ মার্চ কলকাতার ডায়মন্ড হারবার বন্দর থেকে চালের এ চালান নিয়ে জাহাজটি আশুগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে।

এ চাল জাহাজ থেকে খালাস শেষে শুক্রবার (১০ এপ্রিল) সকালে কাভার্ডভ্যানে করে সড়কপথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় নিয়ে যাওয়া হবে।

আশুগঞ্জ নৌ বন্দরের সহকারী পরিচালক সুব্রত সাহা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এসব পণ্য পরিবহনে নৌ প্রটোকল চুক্তি অনুযায়ী শুধু বার্থিং চার্জ নেওয়া হবে।
 
বাংলাদেশ-ভারত উচ্চ পর্যায়ের বৈঠকে ১৯৭২ সালের নৌ প্রটোকল চুক্তির আওতায় বিনাশুল্কে বাংলাদেশের চারশ’ কিলোমিটার জলপথ, ৫০ কিলোমিটার সড়কপথ, আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে ২৫ হাজার টন খাদ্যপণ্য ভারতের ত্রিপুরায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী দরপত্রের মাধ্যমে বাংলাদেশের পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান আনবীজ এন্টারপ্রাইজ লিমিটেডকে পরিবহনের দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।