ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজারে এসিআই নতুন পণ্য ‘স্মার্ট’ ও ‘ইমপ্যাক্ট’

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
বাজারে এসিআই নতুন পণ্য ‘স্মার্ট’ ও ‘ইমপ্যাক্ট’ ছবি: সংগৃহীত

ঢাকা: এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস্ নিয়ে এলো মনমাতানো লেবুর সুগন্ধযুক্ত নতুন ‘স্মার্ট’ ওয়াশিং পাউডার এবং ‘ইমপ্যাক্ট’ ডিওডোরেন্ট বডি স্প্রে।

বৃহস্পতিবার(৯ এপ্রিল ২০১৫) তারিখে ঢাকার তেজগাঁওয়ের এসিআই সেন্টারে এসিআই কনজিউমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর পণ্য দু’টির আনুষ্ঠানিক বাজারজাত করার ঘোষণা দেন।



অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর(ফিন্যান্স অ্যান্ড প্ল্যানিং)প্রদীপ কর চৌধুরী, এসিআই কনজিউমার ব্র্যান্ডস্ এর বিজনেস ম্যানেজার কামরুল হাসান ও এম হোসাইন ইরাজ, ন্যাশনাল সেলস ম্যানেজার জাকির হোসেন সরকার এবং মিডিয়া এন্ড কমিউনিকেশন ম্যানেজার মোঃ নাহিদ নেওয়াজ।

অনুষ্ঠানে জানানো হয়, ‘স্মার্ট’ ওয়াশিং এর ফোম বুস্টার অল্পতেই প্রচুর ফেনা তৈরি করে নিমিষেই দূর করে কাপড়ের কঠিন দাগ-ময়লা। এর অপটিক্যাল ব্রাইটনার কাপড়কে করে নতুনের মতো উজ্জ্বল এবং অটুট রাখে কাপড়ের মান।

‘স্মার্ট’ ওয়াশিং পাউডার সব ধরনের, সব রঙের কাপড়ের উপর সমানভাবে কার্যকরী। এটি কাপড়ের রঙ ও উপাদানের কোনো ক্ষতি করে না, বহুবার ধোয়ার পরেও কাপড়কে রুক্ষ করে না এবং অক্ষত রাখে কাপড়ের মান। এটি হাতের ত্বকের কোনো ক্ষতি করে না এবং ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ। ‘স্মার্ট’ ওয়াশিং পাউডার ৫০০ গ্রাম প্যাকে পাওয়া যাচ্ছে দেশের সর্বত্র মাত্র ৩২ টাকায়।

‘ইমপ্যাক্ট’ ডিওডোরেন্ট বডি স্প্রে সম্পর্কে বলা হয়, ‘ইমপ্যাক্ট’ ডিওডোরেন্ট বডি স্প্রে’র ৪টি ভ্যারিয়েন্ট বাজারে পাওয়া যাচ্ছে - এলাইভ, এক্লিপ্স, সাফারি এবং ভয়েজ। প্রত্যেকটি ভ্যারিএন্টের সুগন্ধি ফাইন ফ্রেগ্রান্স ক্যাটাগরির অন্তর্ভুক্ত এবং দিনভর সজীবতা দেবে। ‘ইমপ্যাক্ট’ ডিওডোরেন্ট বডি স্প্রে’র প্রতিটি উপাদান সর্বোত্তম আমদানিকৃত কাঁচামাল দ্বারা তৈরি। ১৫০ মি.লি. এ বডি স্প্রে পাওয়া যাবে ২৫০ টাকায়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।