ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শেষ হলো ক্ষুদ্রঋণ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
শেষ হলো ক্ষুদ্রঋণ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা ছবি: (ফাইল ফটো)

ঢাকা: দু’দিনব্যাপী ক্ষুদ্রঋণ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা শেষ হলো বৃহস্পতিবার (০৯ এপ্রিল)।

পিকেএসএফ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) যৌথভাবে ‘আইওআরএ অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্রঋণের প্রসার’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।



আইওআরএ-এর টেকসই কর্মসূচির অংশ হিসেবে কর্মশালার আয়োজন করা হয়।

 এতে আইওআরএ অন্তর্ভুক্ত ১২টি দেশের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় দারিদ্র্য বিমোচন, উদ্যোক্তা উন্নয়ন ও অর্থায়ন সংশ্লিষ্ট বিষয়াদির ওপর চারটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ  মাহমুদ আলী।

তিনি বলেন, আইওআরএ’র সদস্য দেশগুলোর প্রধান সমস্যা দরিদ্রতা। এ সমস্যা দূর করতে সদস্যদেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ক্ষুদ্রঋণ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ দারিদ্র্য দূর করতে সফল হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
জেপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।