ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মানি লন্ডারিং রোধে রাকাবের প্রশিক্ষণ সমাপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
মানি লন্ডারিং রোধে রাকাবের প্রশিক্ষণ সমাপ্ত

রাজশাহী: মানি লন্ডারিং রোধে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) তিনদিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ উপলক্ষে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মোজাম্মেল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল খালেক খান।

এসময় আবদুল খালেক খান সফলভাবে প্রশিক্ষণ নেওয়ার জন্য সব প্রশিক্ষণার্থীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবে যথার্থভাবে প্রয়োগের মাধ্যমে এর সফলতা আসবে।

একই সঙ্গে শাখায় মানি লন্ডারিংয়ের কোনো ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে সতর্ক থাকার জন্য পরামর্শ দেন।

তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা পর্যায়ের মোট ৩৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।