ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১০তম অটোমোবাইল প্রদর্শনী

মিলছে যাবতীয় তথ্য, বুকিং দিলেই ছাড়!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
মিলছে যাবতীয় তথ্য, বুকিং দিলেই ছাড়! ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নামি-দামি ব্র্যান্ডের প্রযুক্তি নির্ভর নতুন গাড়ি ও মোটর সাইকেলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি এসব গাড়ি সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নিচ্ছেন গাড়িপ্রেমিরা। আবার কেউ কেউ গাড়ি ও মোটর সাইকেল বুকিং এবং নগদে কিনে ছাড় এবং উপহার নিয়ে বাড়ি ফিরছেন।



এছাড়া অনেকেই গাড়ির নিরাপত্তা, বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কেও বিস্তারিত তথ্য নিচ্ছেন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশেন সিটি বসুন্ধরায় ১০ম ঢাকা নিটল-নিলয় মোটর শো এবং ঢাকা বাইক শো ২০১৫ তে এমনই দৃশ্যের দেখা মিলল।

আগামী শনিবার পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। টিকিট লাগছে ৩০ টাকা।

বসুন্ধরা এ কনভেনশন সিটির গুলনকশা হলে প্রবেশ করতেই নিটল মটরস এ স্টলে খোঁজ মিলল, গাড়ি কিনলে মোটর সাইকেল ফ্রি’র তথ্য। তবে শুধু এ স্টলেই নয় উত্তরা মটরসহ বিভিন্ন স্টলেও রয়েছে ছাড়সহ নানা অফার।

সিটির রাজদর্শন হলে প্রবেশ করতেই চোখে পরল দামি সব ব্র্যান্ডের স্পোর্টস ঘরনার বাইকসহ স্কুটার ও ইলেকট্রিক বাইক। এছাড়া এ হলে প্রদর্শন করা হচ্ছে মোটর গাড়ির টায়ার, টিউব, লুব্রিকেন্টসহ বিভিন্ন যন্ত্রাংশ ও নিরাপত্তা প্রযুক্তি।

প্রযুক্তি নির্ভর এমন সব নানা আয়োজনে দর্শনার্থীদের মাঝেও বেশ সাড়া ফেলেছে।   অনেকদিন ধরেই একটি গাড়ি কেনার পরিকল্পনা ছিল মিরপুর থেকে আসা দর্শনার্থী আহসান হাবিবের।

তিনি বলেন, এ প্রদর্শনী থেকে বিভিন্ন মডেলের গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য পেলাম। দুটি মডেলের গাড়ি পছন্দও হয়েছে। শিগগিরই কেনার ইচ্ছে পোষন করলেন তিনি।

যেসব মোটর সাইকেলে মিলছে ছাড়: রাসেল ইন্ডাস্ট্রিজ এর স্টলে মোটরসাইকেলের ওপর তিন থেকে পাঁচ হাজার টাকা পযর্ন্ত ছাড়, ম্যাক্স গ্রুপের চারটি মডেলের মোটরসাইকেলে ৫ থেকে ১০ হাজার টাকা ছাড়, সুজিকি মোটরসাইকেল রয়েছে ১২ হাজার টাকার ছাড়, পেগাসাস মোটর সাইকেলের ওপর শতকরা ৫ ভাগ ছাড়, জিনান মোটরসাইকেল ৫ হাজার টাকা ছাড়, হাউজুয়ে মোটরসাইকেলে ৫ হাজার টাকা ছাড়, টিভিএস ৫ হাজার টাকা ছাড়, এসওয়াইএম এর মোটর সাইকেল নগদ কিনলে ১০ হাজার আর বুকিং দিলে ৫ হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া যন্ত্রাংশ ও গাড়ির নিরাপত্তার বিষয়ে বুকিং দিলেও মিলছে ছাড়।

সব বয়সি দর্শনার্থীদের উপস্থিতি থাকলেও তরুণদের উপস্থিতি ছিল অনেক বেশি।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
একে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।