ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হ্যান্ডসেট বিক্রির অবিশ্বাস্য রেকর্ডে গিনেস বুকে জাওমি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
হ্যান্ডসেট বিক্রির অবিশ্বাস্য রেকর্ডে গিনেস বুকে জাওমি

ঢাকা: সনি, এইচটিসির মতো নামিদামি প্রতিষ্ঠান যেখানে মুনাফা ধরে রাখতে হিমশিম খাচ্ছে, সেখানে মাত্র পাঁচ বছরে শীর্ষ তিন হ্যান্ডসেট বিক্রেতার তালিকায় জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি। কেবল তাই নয়, অ্যাপল-স্যামসাংয়ের মতো প্রযুক্তি জায়ান্টদের মুনাফা বাড়ানোর প্রতিযোগিতায়ও ভাগ বসিয়েছে এ হ্যান্ডসেট নির্মাতা কোম্পানি।



সাফল্যের খবর এখানেই শেষ নয়, হ্যান্ডসেট বিক্রিতে সব রেকর্ড ভেঙে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জাওমি। মাত্র ২৪ ঘণ্টায় ২১ লাখ ১০ হাজার হ্যান্ডসেট বিক্রি করে অবিশ্বাস্য এ রেকর্ড গড়লো প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম জানায়, গত ৬ এপ্রিল পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে জাওমি। এ উপলক্ষে এক উৎসবের আয়োজন করে তারা। ওই উৎসবে ২৪ ঘণ্টায় ২১ লাখ ১০ দশ হাজার হ্যান্ডসেট বিক্রি করে জাওমি, যা হ্যান্ডসেট বিক্রিতে কোনো প্রতিষ্ঠানের নতুন রেকর্ড। এর আগে, গত নভেম্বরে এক ইভেন্টে ২৪ ঘণ্টায় ১৮ লাখ ৯০ হাজার হ্যান্ডসেট বিক্রি করে রেকর্ড গড়েছিল আলিবাবা’র টিমল।

এ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘সিনা ওইবো’তে এক বার্তায় জাওমির প্রধান নির্বাহী লি জুন লেখেন, ‘শুভ সংবাদ, ২৪ ঘণ্টায় ২১ লাখ হ্যান্ডসেট বিক্রির মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে জাওমি। ’

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেওয়া এ মাইফলফলক ছোঁয়ার মাধ্যমে গত বছর এক ইভেন্টে ১৩ লাখ হ্যান্ডসেট বিক্রির নিজেদের রেকর্ডও ভাঙলো জাওমি।

গত বছর বিশ্ববাজারে ছয় কোটি ১০ লাখ হ্যান্ডসেট বিক্রি করে চীনের নির্মাতা প্রতিষ্ঠানটি, যা অ্যাপল-স্যামসাংয়ের পর সর্বোচ্চ বিক্রেতার স্থান করে দেয় জাওমিকে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
জেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।