ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সারিয়াকান্দিতে এক্সিম ব্যাংকের নগদ অর্থ বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
সারিয়াকান্দিতে এক্সিম ব্যাংকের নগদ অর্থ বিতরণ

সারিয়াকান্দি(বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩ লাখ নগদ  টাকা বিতরণ করেছে এক্সিম ব্যাংক।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় সারিয়াকান্দি ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে পরিবার প্রতি ১ হাজার টাকা করে বিতরণ করা হয়।



বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও এক্সিম ব্যাংক পরিচালনা পরিষদের সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান এ অর্থ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন-সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন, সারিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান সাহাম্মত করিম, বোহাইল ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা টুকু, কুতুবপুর ইউপি চেয়ারম্যান গাজীউল হক, কামালপুর ইউপি চেয়ারম্যান মোখলেছার রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।