ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআই নির্বাচনের ভোটার ২২০৬ জন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এফবিসিসিআই নির্বাচনের ভোটার ২২০৬ জন

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৫-১৭ সালের নির্বাচন উপলক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

গত বৃহস্পতিবার(৯ এপ্রিল’২০১৫) নির্বাচন বোর্ড এ তালিকা প্রকাশ করে।



চেম্বার এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মোট ২ হাজার ২০৬ জনকে ভোটার করা হয়েছে। এর মধ্যে ৭৮টি চেম্বার থেকে ৪৩২ জন এবং ৩৫৫টি অ্যাসোসিয়েশন থেকে ১ হাজার ৭৭৪ জন ভোটার হয়েছেন। যথাযথভাবে নমিনি না পাঠানোয় পঞ্চগড় চেম্বারের ভোটার স্থগিত করা হয়েছে।

এর আগে গত ৩০ মার্চ প্রাথমিক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল।

এফবিসিসিআইয়ের সদস্যদের মধ্যে ৬০টি ‘এ’ ক্যাটাগরির ও ১৮টি ‘বি’ ক্যাটাগরির চেম্বার এবং ‘এ’ ক্যাটাগরির ৩৫০টি ও ‘বি’ ক্যাটাগরির ৮টি অ্যাসোসিয়েশন রয়েছে।

চলতি মেয়াদে মোট ভোটার ছিল ২ হাজার ১৭০ জন। সেই অনুযায়ী আগামী মেয়াদের নির্বাচনে ভোটার বেড়েছে ৩৮ জন।

নির্বাচন বোর্ড ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ মে এফবিসিসিআইর নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবার চেম্বার এবং অ্যাসোসিয়েশন গ্রুপে ১৬টি করে মোট ৩২টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবার ৫২ জন পরিচালক নিয়ে এফবিসিসিআইর পরিচালনা বোর্ড গঠন হবে।

এর মধ্যে ৩২ জন পরিচালক সরাসরি নির্বাচন করবেন। বাকি ২০ জন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেম্বার এবং অ্যাসোসিয়েশন থেকে মনোনীত হবেন।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।