ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যমুনা ব্যাংকের সঙ্গে মধুমতি ব্যাংকের চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
যমুনা ব্যাংকের সঙ্গে মধুমতি ব্যাংকের চুক্তি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যমুনা ব্যাংক ও মধুমতি ব্যাংকের মধ্যে সম্প্রতি ভিসা ইন্টারন্যাশনালের সহযোগী সদস্য বিষয়ক একটি চুক্তি সই হয়েছে। এতে সই করেন মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আজম এবং যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. সাইফুদ্দীন আহমদ।



পরে চুক্তিপত্র বিনিময় করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম এবং মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মিজানুর রহমান। এসময় উভয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।