ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লেইজার বাংলাদেশের কালমেঘ প্রথম বাংলো হস্তান্তর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
লেইজার বাংলাদেশের কালমেঘ প্রথম বাংলো হস্তান্তর

ঢাকা: ‘লেইজার কালমেঘ ভিলা অ্যান্ড কান্ট্রি ক্লাব’ প্রকল্পের প্রথম বাংলো হস্তান্তর করা হয়েছে।

বুধবার(২২ এপ্রিল’২০১৫) রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রকল্পের প্রথম বাংলোটি মালিক রাজিব হাসান এবং সৈয়দা নীগার সুলতানাকে বুঝিয়ে দেয়া হয়।



মালিকানা হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেইজার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ওমর সাদাত, ব্যবস্থাপনা পরিচালক সারওয়াত সিরাজ, বিক্রয় ও বিপণন প্রধান আয়েশা সিদ্দিকা এবং ইউনিক লাক্সারি হোটেলস অফ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ধাম্মারাস বি কাসেম।

প্রকল্পটি গাজীপুরের শ্রীপুরে, কালমেঘ রিজার্ভ ফরেস্টের কোল ঘেঁষে গড়ে উঠেছে। প্রকল্পটিতে সার্বক্ষণিক নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।