ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তামাক পণ্যে অধিকহারে ট্যাক্স আরোপের প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
তামাক পণ্যে অধিকহারে ট্যাক্স আরোপের প্রস্তাব ছবি: শাকিল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী বাজেটে তামাক পণ্যের ওপর অধিকহারে ট্যাক্স আরোপের প্রস্তাব করেছেন তামাক, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি সাবের হোসেন চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘তামাক কোম্পানির মৃত্যুবিপণন কূটকৌশল ও আইন লঙ্ঘন: জনস্বাস্থ্য সুরক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক নীতিসংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব করেন।



সাবের হোসেন চৌধুরী, ট্যাক্স আরোপ করলে ধূমপায়ীর সংখ্যা কমবে এবং রাজস্ব বাড়বে। উন্নত দেশগুলোতে এমনই উদাহরণ রয়েছে। তাই আগামী বাজেটে তামাক পণ্যের ওপর অধিকহারে ট্যাক্স আরোপ করলে সরকার লাভবান হবে।

তিনি বলেন,  তামাক পণ্যের ক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট পলিসি থাকার দরকার। ক্ষতিকর এ পণ্য অন্যদেশে রপ্তানি করে তাদের ক্ষতি করবো কি-না, সেটিও বিবেচনায় আনা প্রয়োজন।

সাবের হোসেন চৌধুরী বলেন, ১ শতাংশ সারচার্জ আরোপে সরকারের এ খাত থেকে প্রায় ৪শ’ কোটি টাকা আয় হচ্ছে। আয়ের একটি অংশ দিয়ে তামাক নিয়ন্ত্রণ সেলকে আরো শক্তিশালী করার সুপারিশ করেন তিনি।

নাটক-চলচ্চিত্রে তামাক বিরোধী বিজ্ঞাপন বেশি করে প্রচারের অনুরোধ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ টিভি নাটক ও সিনেমা দেখেন। যদি সব নাটক-সিনেমায় তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা যায় তাহলে, একসঙ্গে অনেক মানুষের কাছে এ মেসেজ পৌঁছানো সম্ভব।
 
সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত বলেন, অনেকে মনে করেন ধূমপান করলে আমাকে স্মার্ট দেখাবে। বিষয়টি আসলে ঠিক নয়। বিজ্ঞাপন ও নাটক সিনেমায় যদি এমন কিছু প্রচার করা হয় তাহলে ভালো ফল হবে বলে আশা করি।  
 
বিশ্বস্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল অফিসার ডা. মাহফুজুল হক বলেন, সরকারের রাজস্বের ২০ শতাংশ তামাক কোম্পানিগুলো থেকে আসে। ফলে তামাক কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করতে দ্বিধাদ্বন্দে ভোগে সরকার। তাই সরকারের প্রতি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
 
ক্যাম্পেইন ফর ফ্রি ট্যোবাকো কিডস’র (সিটিএফকে) কান্ট্রি ডিরেক্টর তাইফুর রহমান বলেন, তামাক কোম্পানিগুলোকে সাধারণ কোম্পানি ভাবলে হবে না। এগুলো স্বাভাবিক কাজ করে না। তাদের কর্মকাণ্ডের ফলে মানুষ মৃত্যর দিকে ধাবিত হন।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
জেডএফ/এজেডকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।