ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিএডিসির নতুন চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
বিএডিসির নতুন চেয়ারম্যান

ঢাকা: অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম লস্করকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) চেয়ারম্যান করা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সিকদারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।



রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত্র পৃথক আদেশ জারি করে।

এছাড়া পৃথক আদেশে‍ বিএডিসি’র সদস্য পরিচালক যুগ্ম-সচিব রমজান আলীকে ওএসডি করা হয়। অপরদিকে অন্য একটি আদেশে এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক যুগ্ম-সচিব রওনক মাহমুদকে বিএডিসির সদস্য পরিচালক করা হয়েছে।
 
এদিকে উপসচিব পর্যায়ে ওএসডি মো. সাইফুল ইসলামকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং মো. সাইদুর রহমানকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এসএমএ/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।