ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জাতীয় সার্ফিংয়ের টাইটেল স্পন্সর ব্র্যাক চিকেন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
জাতীয় সার্ফিংয়ের টাইটেল স্পন্সর ব্র্যাক চিকেন

ঢাকা: কক্সবাজারে আগামী ২৬ ও ২৭ এপ্রিল অনুষ্ঠিতব্য প্রথম জাতীয় সার্ফিং প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ব্র্যাক চিকেন।

এ উপলক্ষে রোববার(১২ এপ্রিল’২০১৫) দুপুরে রাজধানীর মহাখালীতে ব্র্যাকের প্রধান কার্যালয়ে(ব্র্যাক সেন্টার) বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন-বিএসএ এবং ব্র্যাক চিকেনের কর্মকর্তাদের মাঝে এক চুক্তি সই হয়।



চুক্তিতে ব্র্যাকের পক্ষ থেকে ব্র্যাক এন্টারপ্রাইজের সহকারী জেনারেল ম্যানেজার এইচ ইউ এম মেহেদী সাজ্জাদ এবং সার্ফিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার সই করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজের পরিচালক তৌফিকুর রহমান, সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম লিটন।

এদিকে আসন্ন জাতীয় সার্ফিং প্রতিযোগিতাকে সামনে রেখে আগামী ১৫ এপ্রিল থেকে কক্সবাজারে শুরু হচ্ছে সার্ফিং প্রশিক্ষণ ক্যাম্প। প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে আগত ‘সার্ফিং দ্য নেশন’ ২৩ সদস্যের দল।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।