ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিএটিবির ৪২তম বার্ষিক সাধারণ সভা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
বিএটিবির ৪২তম বার্ষিক সাধারণ সভা

ঢাকা: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) কোম্পানি লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে শেয়ারহোল্ডারদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।



কোম্পানির চেয়ারম্যান গোলাম মইনউদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনিম পরিচালক কে এইচ মাসুদ সিদ্দিকী, জালাল আহমেদ, মোশাররফ হোসেন এনডিসি, উইলিয়াম পেগেল, ফায়েকুজ্জামান, কামরুল হাসান, মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লাহ, কোম্পানির সেক্রেটারি আজিজুর রহমান প্রমুখ।  

সভায় ২০১৪ সালের আর্থিক বিবরণ, পরিচালকদের প্রতিবেদন এবং নিরীক্ষা প্রতিবেদন শেয়ার হোল্ডারদের সর্ব সম্মতিক্রমে অনুমোদন করা হয়। এছাড়া শেয়ার প্রতি ৫৫ টাকা (যার মধ্যে শেয়ার প্রতি ১০ টাকা ইতোমধ্যেই অন্তবর্তীকালীন লভ্যাংশ হিসেবে দেওয়া হয়েছিল) সর্বমোট লভ্যাংশ অনুমোদিত হয়।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।