ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজারে মিলছে না ইলিশ

উত্তম ঘোষ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
বাজারে মিলছে না ইলিশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: টাকা থাকলেও ইলিশ পাচ্ছেন না ক্রেতারা। শত চেষ্টা করেও হচ্ছে না।

পহেলা বৈশাখ উপলক্ষে অনেকেই আগেভাগেই ইলিশ কিনতে বাজারে আসছেন। তবে বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে না। আর ৮শ’ গ্রামের ওপরে যে মাছ পাওয়া যাচ্ছে, তা আবার স্টোরে (হিমাগার) রাখা মাছ।

রোববার (১২ এপ্রিল) রাতে যশোরের বড়বাজার ঘুরে দেখা যায়, সাড়ে ৫শ’ থেকে ৬শ’ গ্রাম ওজনের ওপরে কোনো মাছই বাজারে নেই। এই সাইজের মাছ ৮শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এর বেশির ভাগই হিমাগারের মাছ।

রুস্তম আলী, কবির হোসেন, গৌরঙ্গ সাহা, অমিত পালসহ একাধিক ক্রেতা বাংলানিউজকে জানান, পহেলা বৈশাখ উপলক্ষে খানিক আগেই ইলিশ কিনতে বাজারে এসেছেন। তবে আকাশ ছোঁয়া দামেও ইলিশ পাওয়া যাচ্ছে না। তাদের ধারণা, এবার ইলিশ মাছের আড়ৎ মালিকরা কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা শুরু করেছেন।

অনিক দত্ত নামে এক ক্রেতা বাংলানিউজকে বলেন, ‘আকাশ ছোঁয়া দামে ইলিশ কিনে পহেলা বৈশাখ উদযাপন মধ্যবিত্ত মানুষের পক্ষে একেবারেই কষ্টসাধ্য। তবুও বাঙালির সংস্কৃতি বলে কথা। পরিবার নিয়ে আনন্দ করতেই গত দুই দিন ধরে ইলিশ কিনতে বড়বাজারে বারে বারে আসছি। দাম যাই হোক ইলিশ পাচ্ছি না, এতেই কষ্ট হচ্ছে। ’

বড় বাজারের খুচরা ইলিশ মাছ ব্যবসায়ী তরিকুল, ভুট্টো, শংকর, ইসহাক, শুকুর, বাবলু নিতাইসহ অনেকেই বাংলানিউজকে বলেন, ‘বর্তমানে ইলিশ মাছের সংকট চলছে। ’

আর যা আসছে, তার দাম আকাশ ছোঁয়া মূল্যে কিনতে হচ্ছে। ফলে এতো দামে ইলিশ বিক্রি হবে না এমন আশঙ্কায় তারা আগে থেকেই দোকানে বড় ইলিশ উঠাচ্ছেন না। তারা জানান, ‘এক কেজির বেশি ওজনের ইলিশ পাইকারি দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে। ’ যা খুচরা বাজারে বিক্রি অসম্ভব বলে মনে করেছেন তারা। তবে গুটি কয়েক আগাম ওয়ার্ডার তারা এনেছেন। যা বিক্রিও হয়ে গেছে।

খুচরা ইলিশ মাছ ব্যবসায়ী তরিকুল বাংলানিউজকে বলেন, ‘আগেকার বছরগুলোতে পহেলা বৈশাখের বাজারে মণ মণ মাছ বিক্রি হয়েছে। আর এখনকার বাজারে ১৫ কেজি মাছ বিক্রি করতেই হিমশিম খেতে হচ্ছে। ’ তিনি জানান, একদিকে ইলিশ মাছের সঙ্কট অন্যদিকে আকাশ ছোঁয়া দামের কারণে খুচরা ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।