ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন বছরে যাত্রা শুরু করছে অনলাইন শপ দোকানি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
নতুন বছরে যাত্রা শুরু করছে অনলাইন শপ দোকানি

ঢাকা: কর্মব্যস্ত নগরজীবনে ঘরে বসেই কেনাকাটার উপায় হিসেবে যাত্রা শুরু করছে ‘দোকানি ডটকম বিডি’ (www.dokani.com.bd)। এখন থেকে দোকানির মাধ্যমে ঘরে বসেই হাতের নাগালে চলে আসবে নিত্য প্রয়োজনীয় সব পণ্য।

যানজট আর সময় ব্যয় করে যেতে হবে না বাজারে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিন অনলাইন শপ দোকানি ডটকম বিডি’র যাত্রা শুরু হচ্ছে। এই শপে রয়েছে দৈনন্দিন বিভিন্ন খাদ্য-দ্রব্য থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র, বিভিন্ন ব্যবহারী পণ্য ও প্রতিদিনকার জীবনের নানা চাহিদার দ্রব্য।

দোকানি ডটকম বিডি’র চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রিফাত উল্লাহ বলেন, অতিরিক্ত মুনাফার আশায় নয়, যা না হলেই নয়, ততটুকু মুনাফা করে ভোক্তাদের মন রক্ষাই দোকানি ডটকম বিডি’র লক্ষ্য। আমরা দোকানি আর ভোক্তারা সবাই আমাদের পরিবার। সুনাম অথবা হাত তালির জন্য নয়, মন থেকে ভোক্তাদের পরিবারের সদস্য মেনে তাদের সেবা করাই আমাদের উদ্দেশ্য- যোগ করেন তিনি।

গত ২৫ মার্চ অনলাইন শপটির ফেসবুক পেজ খোলা হয়। আর এখন শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা।

বাংলাদেশ সময়: ০৬৩৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।