ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিপিভিসি পাইপ উৎপাদন করবে আরএফএল- লুব্রিজল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
সিপিভিসি পাইপ উৎপাদন করবে আরএফএল- লুব্রিজল

ঢাকা: বাংলাদেশে প্রথমবারের মতো সিপিভিসি পাইপ উৎপাদন ও বাজারজাত করতে যাচ্ছে আরএফএল। যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান লুব্রিজল অ্যাডভান্সড ম্যাটারিয়ালসের সঙ্গে যৌথভাবে এই সিপিভিসি পাইপ উৎপাদন করা হবে।

ফ্লোগার্ড প্লাস ব্র্যান্ডের আওতায় আরএফএল এই সিপিভিসি পাইপ উৎপাদন ও বাজারজাত করবে।

বৃহস্পতিবার(১৬ এপ্রিল’২০১৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

আরএফএল এর পরিচালক আর এন পল জানান, সিপিভিসি পাইপ আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি, যা বিশ্বব্যাপী ক্রেতাদের নিকট প্রথম পছন্দ হিসেবে বিবেচিত হচ্ছে। এতদিন বাংলাদেশে এই পাইপ বিদেশ থেকে আমদানি করা হতো, এখন আরএফএল’র নিজস্ব ফ্যাক্টরিতে সিপিভিসি পাইপ উৎপাদন করা হবে। ফলে ক্রেতারা বিশ্বমানের পণ্য সাশ্রয়ী দামে ক্রয় করতে পারবেন। তিনি লুব্রিজল-কে ধন্যবাদ জ্ঞাপন করেন আরএফএল-কে বাংলাদেশে তাদের উৎপাদন সহযোগী হিসেবে নির্বাচিত করায়।

লুব্রিজল অ্যাডভান্সড ম্যাটারিয়ালস এর জেনারেল ম্যানেজার জন নুন্নারি বলেন, প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে লুব্রিজল বিশ্বজুড়ে প্লাম্বিং সেক্টরে কাজ করে যাচ্ছে। ওয়ারেন বাফেট এর মালিকানাধীন এই কোম্পানিটি নিরন্তর গবেষণা এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বর্হিবিশ্বে বিভিন্ন কোম্পানির আস্থা অর্জন করতে পেরেছে।

আরএফএল’র মাধ্যমে বাংলাদেশের বাজারে ফ্লোগার্ড প্লাস সিপিভিসি পাইপ ও ফিটিংস পণ্যসমূহকে ক্রেতাদের কাছে জনপ্রিয় করে তুলতে পারবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

বুধবার এ সংক্রান্ত আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরএফএল প্লাস্টিকস্ এর চিফ অপারেটিং অফিসার মোঃ মনিরুজ্জামান, হেড মার্কেটিং আল্লামা মুর্শিদ মুনিম, ব্র্যান্ড ম্যানেজার মোঃ সাজ্জাদুল ইসলাম, লুব্রিজল অ্যাডভান্সড ম্যাটারিয়ালস সাউথ ইস্ট এশিয়া এর হেড অফ টেম্পরাইট মনোজ ধর, কি-একাউন্ট ম্যানেজার সঞ্জয় দুরানি এবং মার্কেট ডেভেলপমেন্ট ম্যানেজার প্রসেনজিৎ মিশ্র উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
পিআর/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।