ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাতক্ষীরায় বাগদা চিংড়ি বিনষ্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
সাতক্ষীরায় বাগদা চিংড়ি বিনষ্ট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: আটা গুলিয়ে মাছের শরীরে পুশ করার অভিযোগে সাতক্ষীরায় ২৫ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা শহরের বড় বাজারে বিক্রি করতে আনা ওই চিংড়ি বিনষ্ট করা হয়।



বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আসম আব্দুর রব বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শহরের বড় বাজারে অপরিচিত এক ব্যক্তি চিংড়ি মাছ বিক্রি করতে আসেন। এ সময় কয়েকজন ওই মাছে আটা গুলিয়ে পুশ করার অভিযোগ তুললে মাছগুলো রেখেই পালিয়ে যায় ওই বিক্রেতা। পরে মাছগুলো পরীক্ষা করে অভিযোগের সত্যতা মেলে ও সেগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য পরিদর্শক আওছাদুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান ও আব্দুল আলিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এএটি/এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।