ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সপ্তাহের বাজারদর

কেজিপ্রতি কাকরোল ১১০!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
কেজিপ্রতি কাকরোল ১১০! ফাইল ফটো

ঢাকা: মৌসুমি সবজি হিসেবে কাঁচাবাজারের লিস্টে কাকরোলের নাম কমবেশি থাকেই। মৌসুমের শুরু তাই দামটা একটু বেশি।

এরপরও বাজারে ওঠা নতুন এ সবজির প্রতি আগ্রহ রয়েছে ক্রেতাদের। এদিকে, সবজির দাম বাড়লেও স্থির রয়েছে মাছ, মাংসের ‍বাজার। তবে চড়া রয়েছে ডিমের বাজার।

রাজধানীর মহাখালী কাঁচাবাজারের সবজি বিক্রেতা আব্বাস উদ্দিন শুক্রবার (১৭ এপ্রিল) সকালে বাংলানিউজকে জানান, গত দু’সপ্তাহ ধরে নতুন কাকরোল বাজারে এসেছে। প্রথম দিকে দেড়শ’ টাকা কেজি খুচরা বিক্রি হলেও গত তিনদিন ১০০-১১০ টাকায় বিক্রি হচ্ছে।
 
অনেক ক্রেতা আছেন যারা মাঠ থেকে তুলে আনা নতুন সবজি কিনতে পছন্দ করেন। প্রতিদিন গড়ে সাত থেকে ১০ কেজি কাকরোল বিক্রি হয় বলেন এ সবজি বিক্রেতা।
 
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় শুক্রবার থেকে টমেটো, শসা, বেগুন, পেঁপেসহ বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে।
 
সবজির দাম বাড়ার বিষয়ে ক্রেতা-বিক্রেতা উভয়েরই একই মত পাওয়া যায়।

রাজধানীর মিরপুর, নিউমার্কেট, মহাখালীসহ বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্যই ওঠে এসেছে।

সবজি: কেজিপ্রতি টমেটো ৩০ থেকে ৪০ টাকা, শসা ৩০ থেকে ৩৫ টাকা, বেগুন ৫৫ থেকে ৬০ টাকা (গোল), লম্বা ৩৫ থেকে ৪০ টাকা, করলা ৩৮ থেকে ৪০ টাকা (গোল), লম্বা ২৮ থেকে ৩০ টাকা, আলু ১৮ টাকা (সাদা), লাল ২৫ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পেঁপে ৩০ থেকে ৩৫ টাকা, মুলা ৩৫ থেকে ৪০ টাকা, পটল ৩৫ থেকে ৪০ টাকা, গাজর ২৫ থেকে ৩০ টাকা, বরবটি ৪৫ থেকে ৫০ টাকা, কচুরলতি ৫০ টাকা, মিষ্টি আলু ৩০ টাকা, শিম ৩৫ থেকে ৪০ টাকা, কুঁড়িকচু ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

আর প্রতিটি পাতাকপি ৪০ টাকা, লাউ ২৫ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

মশলার বাজার: কেজিপ্রতি পিঁয়াজ (দেশি-বিদেশি) ২৮ থেকে ৩৬ টাকা, রসুন ৬০ থেকে ১০০ টাকা, কাঁচামরিচ ২০ থেকে ৩০ টাকা, শুকনা মরিচ (দেশি) ১৬০ থেকে ১৮০ টাকা, আদা ৯০ থেকে ১১০ টাকা, হলুদ (দেশি লম্বা) ১৮০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজার: কেজিপ্রতি টেংরা ৩০০ থেকে ৩৫০ টাকা, মলা ২০০ থেকে ২৮০ টাকা, কাতল ও রুই (দেড় থেকে আড়াই কেজি) ১৭০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ১২০ থেকে ১৬০ টাকা, পাংগাস (এক থেকে দুই কেজি) ১২০ থেকে ১৩৫ টাকা, সিলভার কার্প (এক থেকে তিন কেজি) ১২৫ থেকে ১৭০ টাকা, কৈ (চাষ) ১৭০ থেকে ২০০ টাকা, চিংড়ি (ছোট) ৩০০ থেকে ৩৫০ টাকা, বড় ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

বোয়াল (এক থেকে আড়াই কেজি) ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর ইলিশ বিক্রি হচ্ছে প্রতিটি ৬০০  থেকে ৭০০ টাকায় (ওজন ৬৫০ গ্রাম থেকে সাড়ে ৭’শ গ্রাম)।
 
ডিম ও মাংসের বাজার: তবে ডিমের বাজার বেশ চড়া বলেই জানালেন ক্রেতা ও বিক্রেতারা। এক হালি দেশি মুরগির ডিম ৫০ টাকা, লাল (ফার্ম) ৩০ টাকা, হাঁসের ৩৪ টাকায় বিক্রি হচ্ছে।

কেজিপ্রতি খাসির মাংস (ছাগল) ৫৫০ টাকা, ছাগী ৪৫০ টাকা, গরুর মাংস ৩৫০ টাকা, ব্রয়লার ১৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

চাল, আটা ও ডালের বাজার: কেজিপ্রতি চাল (সরু) ৪৪ থেকে ৫২ টাকা, মোটা ৩২ থেকে ৩৪ টাকা, মাঝারি (পারিজা, হাসটিক, বিআর ২৮) ৩৫ থেকে ৪০ টাকা, গুটি ও স্বর্ণা ৩৫ থেকে ৩৬ টাকা, সুগন্ধি (কালিজিরা, চিনিগুড়া) ৭০ থেকে ৮০ টাকা, খোলা আটা ৩০ থেকে ৩৪ টাকা, মসুরের ডাল (দেশি-বিদেশি) ৮৫ থেকে ১১০ টাকা, ছোলা ডাল ৬০ থেকে ৭০ টাকা, মুগ ডাল (মোটা ও সরু) ৮৫ থেকে ১২০ টাকা, ছোলা কালাই ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

তেলের বাজার: প্রতিলিটার সয়াবিন তেল (খোলা) ৮২ থেকে ৮৪ টাকা, ৫ লিটারের বোতল ৪৮৫ থেকে ৫০৫ টাকা, পাম তেল ৬২ থেকে ৬৫ টাকা, সরিষার তেলা ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৫/আপডেট: ১৬২১ ঘণ্টা
একে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।