ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যমুনা-ইউনিয়ন ব্যাংক এমওইউ সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
যমুনা-ইউনিয়ন ব্যাংক এমওইউ সই ছবি : সংগৃহীত

ঢাকা: সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেড ও ইউনিয়ন ব্যাংক লিমিটেডের মধ্যে রেমিট্যান্স সার্ভিস সংক্রান্ত এমওইউ যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়। এমওইউ বিনিময় করেন যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাইফুদ্দীন আহমদ এবং ইউনিয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ সালেহ।



এ সময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের এনআরবি ব্যাংকিং ও ফরেন রেমিট্যান্সের বিভাগীয়প্রধান ও এসএভিপি মো. আবদুস সোবহান এবং ইউনিয়ন ব্যাংকের এভিপি ও ইন্টারন্যাশনাল ডিভিশনের ইনচার্জ মো. রফিকুল ইসলামসহ উভয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।