ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
জনতা ব্যাংকের রংপুর বিভাগীয় ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: জনতা ব্যাংক লিমিটেড এর রংপুর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাসমূহের ব্যবস্থাপক সম্মেলন-২০১৫  সম্প্রতি স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের সিইও অ্যান্ড এমডি মোঃ আবদুস সালাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ডিএমডি হাসান ইকবাল এবং মহাব্যবস্থাপক নেসার উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।

ব্যাংকের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যস্থাপক মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের আওতাধীন সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকগণও এতে অংশ নেন।

আব্দুস সালাম তার বক্তব্যে বলেন, উত্তরাঞ্চলের সামগ্রিক ব্যবসায়িক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখতে হলে ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কর্মকৌশল নির্ধারণ করে তা বাস্তবায়ন করতে হবে। এ লক্ষ্যে এ অঞ্চলে বাণিজ্যিক ঋণের পাশাপাশি ক্ষুদ্র আয়ের জনগোষ্ঠীর মাঝে শস্য ঋণ, কৃষি উপকরণ ও যন্ত্রপাতি এবং অন্যান্য আয়বর্ধক কর্মকাণ্ডে স্বচ্ছভাবে ঋণ বিতরণ করতে হবে।

এছাড়া তিনি নারী উদ্যোক্তাদের এসএমই ঋণ প্রদান এবং স্কুলের শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে স্কুল ব্যাংকিং হিসাব খোলার উপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।