ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরি কমিটির সভা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
ইসলামী ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরি কমিটির সভা ছবি : সংগৃহীত

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সভা ২০ এপ্রিল ২০১৫ সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

কমিটির ভাইস চেয়ারম্যান ও আল জামেয়াতুস সিদ্দীকিয়া দারুল উলুম(মাদ্রাসা-ই-ফুরফুরা শরীফ)-এর মুফতি ও মুহাদ্দিস মাওলানা ছাঈদ আহমাদ এতে সভাপতিত্ব করেন।

   

কমিটির সদস্য ও ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মো. আবদুর রকীব, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি মাওলানা আবদুস শহীদ নাসিম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম-এর সহযোগী অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মু‘ঈন উদ্দীন, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অধ্যাপক ড. আ.ছ.ম. তরীকুল ইসলাম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম-এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সামাদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী এবং দারুল কুরআন মাদ্রাসা সাভারের অধ্যক্ষ মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা সভায় উপস্থিত ছিলেন ।

সভায় ব্যাংকের শরীআহ পরিপালন বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় ও ব্যাংকের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এসএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।