ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সব সূচকেই পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
সব সূচকেই পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: উন্নয়ন ও অগ্রগতির সব সূচকেই বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক এগিয়ে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে সেন্টার অব এক্সিলিলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ড্রাস্টি’র (সিইবিএআই) লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



অনুষ্ঠানটির আয়োজন করে তৈরি পোশাক উৎপাদক এবং রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ।

তোফায়েল আহমেদ বলেন, এক সময় আমরা পাকিস্তানের সঙ্গে একসঙ্গে ছিলাম। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা শূন্য হাতে যাত্রা শুরু করি। কিন্তু আজ আমরা উন্নয়ন ও অগ্রগতির সবক্ষেত্রেই পাকিস্তান থেকে অনেক এগিয়ে গিয়েছি।

উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, আমাদের জিডিপির প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে। এ বছর তা সাড়ে ৬ শতাংশ ছাড়িয়ে যাবে।

১৯৭৮ সালে রফতানি শুরু হওয়া তৈরি পোশাক খাতে আমাদের রফতানি ছিল মাত্র ১২ হাজার ডলার যা বর্তমানে সাড়ে ২৪ মিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। আগামী ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এ খাতে আমাদের রফতানি আয় ৫০ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর সরকার এবং উদ্যোক্তারা অনেক ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে যা আন্তর্জাতিক পর্যায়ে অনেক প্রশংসিত হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশেল উন্নয়ন অগ্রগতি দেখে অনেক বিদেশি বিনোয়গকারীই বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। আমরা বিনিযোগকারীদের সুবিধার্থে ১৭টি এলাকাকে অর্থনৈতিক এলাকা হিসেবে ঘোষণা দিয়েছে। বিনিয়োগকারীদের সুবিধা দিতে আমরা তাদের ভূমিও সরবরাহ করবো।

ভবিষ্যতেও এ অগ্রযাত্রা আরো বেগবান হয়ে বাংলাদেশ ২০৪১ সালেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, তৈরি পোশাক খাতে আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক হুমকির সম্মুখিন হয়েছি। কিন্তু হুমকিকে আমরা সুযোগে পরিণত করতে পেরেছি বলেই তৈরি পোশাক খাতে আমাদের অগ্রগতি অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার(আইএলও)পরিচালক শ্রীনিবাস বি রেদ্দি, এফবিসিসিআই’র চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, বিজিএমইএ’র চেয়ারম্যান মোঃ আতিকুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।