ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গরমে এসি বিক্রি বেড়েছে, ওয়ালটনেরও ব্যাপক চাহিদা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
গরমে এসি বিক্রি বেড়েছে, ওয়ালটনেরও ব্যাপক চাহিদা

ঢাকা: এবার গরম তুলনামূলক বেশি হওয়ায় এয়ারকন্ডিশনার বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এসির বিক্রি বেড়েছে। এর মধ্যে বেশি বিক্রি হচ্ছে দেশীয় ব্র্যান্ড।

বিশেষ করে ওয়ালটন এসির চাহিদা বাজারে অনেকটা বেশি।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে খোঁজ নিয়ে জানা গেছে, মার্চের প্রথম থেকেই এসি বিক্রি শুরু হয়েছে। এপ্রিলের শেষের দিকে বিক্রি বেড়েছে। ধারণা করা হচ্ছে মে মাসে এই বিক্রি আরও বাড়বে।

দেশীয় ব্র্যান্ড ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে, বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবছর তাদের উৎপাদন এবং বিক্রির লক্ষমাত্রা বাড়ানো হয়েছে। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাড়ানো হয়েছে মজুদ। পূর্ণ ক্ষমতায় চলছে উৎপাদন।

৩ বছরের নিয়মিত ওয়ারেন্টির সঙ্গে ওয়ালটন এসিতে এবার ৬ মাসের রিপ্লেসমন্টে গ্যারান্টি দেয়া হচ্ছে। এছাড়া রয়েছে দীর্ঘমেয়াদী কিস্তিু সুবিধা। দামে সাশ্রয়ী, টেকসই এবং আন্তর্জতিকমানের হওয়ায় ক্রেতাদের আগ্রহ দেশে তৈরি এসির প্রতি।

একসময় এসি ছিলো পুরোপুরি আমদানিনির্ভর। এখন দেশেই তৈরি হচ্ছে উচ্চমান সম্পন্ন এসি। এমনকি বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে বাংলাদেশে তৈরি ওয়ালটন ব্র্যান্ডের এসি। আধুনিক প্রযুক্তিতে বাংলাদেশে তৈরি ওয়ালটন এসিতে ক্রেতারা পাচ্ছেন সঠিক বিটিইউ(ব্রিটিশ থার্মাল ইউনিট)।

ওয়ালটন এসিতে যুক্ত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির গোল্ডেন ফিন। পরিবেশবান্ধব এই প্রযুক্তি ব্যবহারের ফলে এসি হবে টেকসই, ময়লা জমবে না এবং বাতাস হবে তুলনামূলক বেশি ঠাণ্ডা। শর্তসাপেক্ষে ওয়ালটন এসিতে দিচ্ছে ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ৩ বছরের সার্ভিস ওয়ারেন্টি।

সম্প্রতি ওয়ালটন বাজারে এনেছে আকর্ষণীয় ডিজাইন ও মডেলের উচ্চমান সম্পন্ন এসি। ট্রিপল এ টেকনোলজিতে তৈরি এসব এসি তুলনামূলক বিদ্যুত সাশ্রয়ী।

বাজারে ৩২ হাজার টাকা থেকে ৫৫ হাজার ৭০০ টাকার মধ্যে ওয়ালটনের এসি বিক্রি হচ্ছে। একই সঙ্গে সহজ বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে সার্ভিস সেন্টারের আধুনিকায়ন করা হয়েছে।

ওয়ালটন এয়াকন্ডিশনার প্রকৌশল বিভাগ জানিয়েছে, এসি একটি ইঞ্জিনিয়ারিং প্রডাক্ট। এটি সঠিকভাবে স্থাপন বা ইন্সটলেশন জরুরি। তাদের দাবি- দক্ষ কর্মী দিয়ে সঠিকভাবে ইন্সটলেশন হলে ওয়ালটন এসিই বাজারের সেরা।    

ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম জানান, ওয়ালটন এসির প্রধান বৈশিষ্ট এতে সঠিক বিটিইউ থাকে। যা আমদানি করা এসিতে সাধারণত থাকে না। ফলে ক্রেতারা ঠকতে না চাইলে ওয়ালটন এসি কেনাই হবে বুদ্ধিমানের কাজ।

অন্যান্য ব্র্যান্ডের এসির বিক্রিও বেড়েছে। সনি র‌্যাংগস শোরুমের ম্যানেজার মাহবুবুল হক প্রিন্স বলেন, গরমের শুরুতেই ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি। গরম বাড়লে এসির চাহিদা কয়েকগুণ বাড়বে।

এলজি বাটারফ্লাই এর ব্র্যাঞ্চ ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রচণ্ড গরম পড়েছে। ক্রেতাদের প্রয়োজনও বাড়ছে। সবমিলিয়ে বিক্রি নিয়ে আমি সন্তুষ্ট। বাজারে এসি সরবরাহে কোনো সঙ্কট তৈরি হবে না।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এসএস/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।