ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংক ডাকাতি

আইজিপিকে কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
আইজিপিকে কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান

ঢাকা: দেশে সক্রিয় সব ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি)  চিঠি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
 
বুধবার (২২ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী।


 
আইজিপি একেএম শহীদুল হকের কাছে লেখা চিঠিতে বলা হয়েছে, আশুলিয়ার হাজী নজুমদ্দিন মার্কেটে অবস্থিত বাংলাদেশ কর্মাস ব্যাংকের শাখায় দিনের বেলায় প্রকাশ্যে একদল ডাকাত ব্যাংকের ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনা প্রতিরোধ করতে গিয়ে মারা গেছেন আরও চারজন সাধারণ মানুষ।
 
এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যাংকিং খাতের জন্য হুমকি স্বরূপ। এতে ব্যাংকিং খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
 
এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হোক। একইসঙ্গে ভবিষ্যত নিরাপত্তা নিশ্চিত করে প্রতিটি শাখার কাছে থানার হটলাইনের মাধ্যমে দ্রুত যোগাযোগ ব্যবস্থা চালু করার অনুরোধ করছি।
 
সংবাদ সম্মেলনে সুর চৌধুরী আরও বলেন, দেশে সক্রিয় সব ব্যাংকের প্রতিটি শাখায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং কেন্দ্রীয় ব্যাংক নির্দেশিত নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
 
এছাড়া আশুলিয়ার ব্যাংক ডাকাতির ঘটনায় নিহতদের পরিবারকে বাংলাদেশ ব্যাংকের একলাখ টাকা ছাড়াও কর্মার্স ব্যাংককে চাহিদা অনুযায়ী অর্থ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
 
সংবাদ সম্মেলনে ছিলেন, নির্বাহী পরিচালক এসএম মনিরুজ্জামান, মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান ও রবিউল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।
 
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
ইএস/এসএন/আরআই

** ব্যাংকের নিরাপত্তা তদারকি করবে কেন্দ্রীয় ব্যাংক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।