ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংক-মানিগ্রাম নববর্ষ অফার বিজয়ীকে পুরস্কার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
ইসলামী ব্যাংক-মানিগ্রাম নববর্ষ অফার বিজয়ীকে পুরস্কার ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামী ব্যাংক-মানিগ্রাম বাংলা নববর্ষ অফারে প্রথম লটারি বিজয়ী ব্যাংকের লোকাল অফিসের গ্রাহক শেখ তোফায়েল আহমেদের হাতে মাইক্রো-ওভেন তুলে দেওয়া হয়েছে।

বুধবার(২২ এপ্রিল ২০১৫) ইসলামী ব্যাংক টাওয়ারে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর(চলতি দায়িত্ব) মোহা. শামসুল হক তার হাতে এ পুরস্কার তুলে দেন।



এসময় অন্যদের মধ্যে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান আবদুস সাদেক ভূঁইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লোকাল অফিস প্রধান মো. শফিকুর রহমানসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলা নববর্ষ উপলক্ষে ১৯ এপ্রিল থেকে ১৮ মে ২০১৫ পর্যন্ত বিশ্বের যে কোনো দেশ থেকে মানিগ্রামের মাধ্যমে পাঠানো টাকা ইসলামী ব্যাংক থেকে গ্রহণ করলে নিশ্চিত উপহারসহ প্রতিদিন লটারির মাধ্যমে মাইক্রোওভেন জেতার সুযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫

এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।