ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা সিমেন্ট- সিনোহাইড্রো করপোরেশন চুক্তি সই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
বসুন্ধরা সিমেন্ট- সিনোহাইড্রো করপোরেশন চুক্তি সই ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পদ্মা বহুমুখী সেতুর নদী শাসন প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট ও সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের মধ্যে সিমেন্ট সরবরাহ বিষয়ক চুক্তি সই হয়েছে।

বৃহস্পতিবার(২৩ এপ্রিল’২০১৫)সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ চুক্তি সই হয়।



বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক কিউ ইয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, সিনোহাইড্রো করপোরেশনের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার জু কেসেংসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বসুন্ধরা সিমেন্টের ফ্যাক্টরি পরিদর্শন, উৎপাদন ক্ষমতা, সরবরাহ ব্যবস্থা ও সর্বোপরি গুণগতমানের নিশ্চয়তা যাচাই সাপেক্ষে বসুন্ধরা সিমেন্টকে পদ্মা বহুমুখী সেতুর নদী শাসন প্রকল্পে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে।

এই প্রকল্পে ৪ বছর যাবৎ মোট প্রায় ২ দশমিক ৫ লাখ মেট্রিক টনের অধিক সিমেন্ট ব্যবহার হবে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।