ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিএসই-আইএলএফএ’র মতবিনিময়

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
সিএসই-আইএলএফএ’র মতবিনিময়

ঢাকা: প্যান এশিয়া স্টক এক্সচেঞ্জ গঠনের লক্ষ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)  সঙ্গে মতবিনিময় করেছে ইন্টারন্যাশনাল লজিস্টিকস ও ফাইন্যান্স অ্যাসোসিয়েশন (আইএলএফএ)।
 
বুধবার (২৩ এপ্রিল) সিএসই ঢাকা কার্যালয়ে সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিএসসির পক্ষ থেকে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন, সিএসই’র চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদ ও আইএলএফএ’র সহ সভাপতি এবং ব্রোকারস ডিলারস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আল মারুফ খান।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি এ স্টক এক্সচেঞ্জ গঠনের প্রস্তুতিমূলক কর্মকাণ্ডে সম্মতি দিয়েছে ইউনান ফিন্যান্সিয়াল অ্যাফেয়ার্স অফিস। এ মাসেই প্রতিষ্ঠানটির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসার কথা রয়েছে। তারা পাকিস্তান ও শ্রীলংকা হয়ে বাংলাদেশে আসবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
 
বুধবারের মতবিনিময় সভায় প্রতিনিধি দলটির বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলটি বিসিআইএম-ইসি (বাংলাদেশ, চীন, ভারত, মায়ানমার-ইকোনমিক করিডর) সিল্ক রোড অবকাঠামো নির্মাণে দেশিয় স্টক এক্সচেঞ্জগুলোতে কিভাবে অর্থায়ন করতে পারে সে বিষয়ে আলোচনায় আগ্রহী। সভায় ব্রেকারস ডিলারস অ্যাসোসিয়েশনের ভবিষৎ কর্মকাণ্ড নিয়েও আলোচনা করা হয়।

এতে আরো জানানো হয়, ডিএসই ও সিএসই’তে ক্রস বর্ডার লিস্টিং ও ক্রস বর্ডার ট্রেডিং; চায়না কুনমিং লজিস্টিকস অ্যান্ড ফাইন্যান্স ও সাউথ এশিয়া ফেডারেশন অব এক্সচেঞ্জ (সেফ) গঠনে সিএসই ও ডিএসই’র ভূমিকা, বিসিআইএম ইকোনমিক করিডর অবকাঠামো নির্মাণে সহযোগিতা ও তথ্য আদান-প্রদান এবং বিএসইসি’র সঙ্গে সম্পর্ক স্থাপন করে সাউথ এশিয়া এক্সপোতে বিএসইসি’র কর্মকর্তাদের অংশগ্রহণ নিয়ে আলোচনা করতেও আগ্রহী প্রতিনিধি দলটি।

এছাড়াও প্রতিনিধিদলটির বাংলাদেশ ব্যাংক এবং বিআইআইএসএস এর সঙ্গেও দেখা করার কথা রয়েছে।

এ সফরকে আঞ্চলিক অর্থনৈতিক অবকাঠামো নির্মাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে প্রতিনিধি দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগ প্রশংসনীয় এবং এটা করা গেলে গোটা দক্ষিণ এশিয়ার সামগ্রিক অর্থনৈতি চিত্র পাল্টে যাবে।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, এপ্রিল: ২৩, ২০১৫
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।