ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ট্রাস্ট ব্যাংক- আনোয়ার খান মডার্ন হাসপাতাল চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
ট্রাস্ট ব্যাংক- আনোয়ার খান মডার্ন হাসপাতাল চুক্তি

ঢাকা: ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। এ চুক্তির ফলে ট্রাস্ট ব্যাংক লিমিটেড সকল কর্মকর্তা- কর্মচারী, এবং ব্যাংকের ডেবিড ও ক্রেডিট কার্ড হোল্ডারগণ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা গ্রহণে ডিসকাউন্টসহ অন্যান্য বিশেষ সুবিধা পাবেন।



বৃহস্পতিবার(২৩ এপ্রিল’২০১৫) ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি সই হয়।

এ সময় অন্যদের মধ্যে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও  ইশতিয়াক আহমেদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট এবং রিটেইল ব্যাংকিং ডিভিশনের ইনচার্জ মাহমুদা মোমেন, ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজার সাইদ আশরাফুল আমিন, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার  হোসেন খান, উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আশরাফ আবদুল্লাহ ইউসুফ, মানবসম্পদ প্রধান কর্নেল (অব.) মোঃ হুসাইন ফারুখ, হাসপাতাল পরিচালক প্রফেসর ডাঃ মোঃ এহতেশামুল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এসই/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।