ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রানা প্লাজা ট্রাজেডি

ক্ষতিপূরণের দাবিতে প্রদীপ প্রজ্বলন-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
ক্ষতিপূরণের দাবিতে প্রদীপ প্রজ্বলন-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাভারের রানা প্লাজা ধসে আহত এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া দাবি জানিয়ে প্রদীপ প্রজ্বলন ও শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ (বিটিজিডব্লিউএল)।

বৃহস্পতিবার (২৩ এপিল) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় প্রেসক্লাবের সামনে রানা প্লাজা ট্রাজেডির দুই বছরপূর্তি উপলক্ষে সংগঠনটি এ কর্মসূচির আয়োজন করে।



সমাবেশে সংগঠনের সভাপতি জেড এম কামরুল আনাম বলেন, রানা প্লাজা দুর্ঘটনার দুই বছর পার হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনেকেই এখনও ক্ষতিপূরণ পাননি। তারা মানবেতর জীবন যাপন করছে।

এ সময় তিনি আহত শ্রমিক এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকার ও বিজিএমই’র প্রতি আহ্বান জানান।

কামরুল আনামের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার, হেদায়েত রানাসহ বিভিন্ন সংগঠনের শ্রমিক নেতারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এলকে/এটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।