ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নেপালের বাজারে ৫০ পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
নেপালের বাজারে ৫০ পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার

ঢাকা: বাংলাদেশকে ৫০টি পণ্যের উপর শুল্কমুক্ত বা কা‍ঙ্ক্ষিত বাজার সুবিধা দেবে নেপাল। একইসঙ্গে বাংলাদেশের বাজারেও ১০৮টি নেপালি পণ্য এ সুবিধা পাবে।



এছাড়া পযর্টন এবং দু’দেশের জনগণের মাঝে যোগাযোগ বৃদ্ধিতে ঢাকা-কাঠমান্ডু সরাসরি বাস সার্ভিস চালু সংক্রান্ত চুক্তি করতেও সম্মত হয়েছে দু’দেশ।

বৃহস্পতিবার বাংলাদেশ ও নেপাল-এর বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত ও যুগ্ম সচিব পর্যায়ের কারিগরি কমিটির দ্বিতীয় সভা শেষে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

এছাড়াও দু’দেশের মধ্যে বিভিন্ন পণ্যের স্ট্যান্ডার্ড, মেট্রোলজি ও কনফারমিটি অ্যাসেসমেন্টের বিষয়ে কারিগরি সহযোগিতা বিষয়ে বিএসটিআই-এর সাথে নেপালের ডিপার্টমেন্ট অব ফুড টেকনোলজি অ্যান্ড কোয়ালিটি (ডিএফটিকিউসি) এবং নেপাল ব্যুরো অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড মেট্রোলজির (এনবিএসএম) মধ্যে দু’টি খসড়া সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে। এ সমঝোতা স্মারক দু’টি স্বাক্ষরিত হলে দ্বিপাক্ষিক বাণিজ্য আরো সহজ হবে বলে উভয়পক্ষই মত প্রকাশ করেছে।

দু’দেশের রাষ্ট্রীয় বাণিজ্য সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে বৈঠকে প্রস্তাব দেয় বাংলাদেশ প্রতিনিধি দল।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় এবং নেপাল প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নেপাল সরকারের বাণিজ্য ও সরবরাহ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিব রাজ কৈরালা।

নেপাল দূতাবাস জানায়, দু’দেশের মধ্যে চলমান বাণিজ্য বৃদ্ধির বিষয়ে দুপক্ষই আগ্রহ প্রকাশ করেছে। বৈঠকে বহুবিধ বিষয় সমন্বয়ে একটি এজেন্ডা গৃহীত হয়। বাংলাদেশ ও নেপালের মধ্যে ট্রানজিট কার্গো চলাচল এবং বাংলাদেশের মধ্য হয়ে তৃতীয় কোন দেশে নেপালের কার্গো চলাচলের কর্মপন্থা নির্ধারনে দু’পক্ষই ঐক্যমতে পৌঁছায়।

বাংলাদেশ ও নেপালের স্থলবন্দরগুলোতে দু’দেশের নাগরিকদের জন্য ভিসা-অন-এরাইভেলের ব্যবস্থা গ্রহণেও সম্মত হয় দু’দেশ।
 
এ কমিটির পরবর্তী সভা ঢাকাতে অনুষ্ঠিত হবে। এছাড়াও দু’দেশের বাণিজ্য সচিব পর্যায়ের সভাও শীঘ্রই ঢাকাতে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫৩৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
জেপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।