ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাকাব ব্যবস্থাপকদের পারফরমেন্স মূল্যায়ন সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
রাকাব ব্যবস্থাপকদের পারফরমেন্স মূল্যায়ন সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নওগাঁ জোনের শাখা ব্যবস্থাপক ও সকল কর্মকর্তা-কর্মচারীদের পারফরমেন্স মূল্যায়ন সভা
অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নওগাঁর ফুড প্যালেস সভা কক্ষে এ মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক খান।

এতে নওগাঁ জোনের ২৯টি শাখার ব্যবস্থাপকসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

রাকাব নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক সুধাংশু কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক আব্দুস সামাদ, এছাড়াও বক্তব্য রাখেন রাকাব নওগাঁ শাখার ব্যবস্থাপক আব্দুর রউফ শেখ, নওগাঁ জোনাল নিরীক্ষা কর্মকর্তা আব্দুল খালেক আনসারী ও জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মমতাজ শিরিন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এসএস/এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।