ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা আবাসিকে জাপানি ডেভেলপারদের বিনিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
বসুন্ধরা আবাসিকে জাপানি ডেভেলপারদের বিনিয়োগ ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাপানের ডেভেলপার প্রতিষ্ঠান ক্রিড এশিয়া বিডি কোম্পানি রাজধানী ঢাকার বসুন্ধর‍া আবাসিক এলাকায় বিনিয়োগ করবে।

প্রাথমিকভাবে তারা বাংলাদেশি প্রতিষ্ঠান জেমস ডেভেলপমেন্টের সঙ্গে যৌথভাবে বসুন্ধরায় ‘ক্রিড ব্লিসড হিল’ নামে বিলাসবহুল ১০ তলা একটি ভবন নির্মাণ করবে।



শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির পুষ্পগুচ্ছ হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানিয়ে ‘ক্রিড ব্লিসড হিল’ নির্মাণের উদ্বোধন করা হয়।

ফিতা কেটে ওই ভবন নির্মাণের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

undefined


এ সময় সেখানে উপস্থিত ছিলেন-বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, মায়ানমারের রাষ্ট্রদূত মাইও মাইন্ট থান, জেমস ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন, জাপানের তাগুশী কন্ট্রাকশনস কোম্পানির তাগুশী সিকেগী, কোম্পানীর ব্রান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীম, মেহজাবিন প্রমুখ।

রাশেদ খান মেনন বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য বিদেশি বিনিয়োগ খুবই গুরুত্বপুর্ণ। যত প্রকার বিদেশি বিনিয়োগ হয় তার মধ্যে-অন্যতম হচ্ছে আবাসন খাতের বিনিয়োগ। বসুন্ধরা আবাসিক এলাকার মনোরম সুন্দর পরিবেশে বিনিয়োগ দেশের উন্নয়নে উপকারে আসবে।

ক্রিড এশিয়া কোম্পানি লিমিটেড বাংলাদেশের আবাসন ব্যবসায় বিনিয়োগ করতে বাজার পর্যবেক্ষণের জন্য প্রথমেই নিরাপদ আবাসিক এলাকা হিসেবে বসুন্ধরা আবাসিক এলাকা বেছে নিয়েছে।

undefined


বসুন্ধরা আবাসিক এলাকার উত্তর-দক্ষিণ পাশে ৬ এবং ৭ নম্বর রোডের ২৪ কাঠা জায়গার উপর নির্মাণ করা হবে ১০ তলা ভবন।   যেখানে সিমপ্লেক্স- ১৭২৫ স্কয়ার ফিট, সিমপ্লেক্স বিগ-৩৩২৫ স্কয়ার ফিট এবং ডুপ্লেক্স ৩৪০০ স্কয়ার ফিট থাকবে।

প্রায় ২শ’ মানুষের বাসবাসের জন্য ওই ভবনে থাকবে- ৫০ শতাংশ খোলার জায়গা। থাকবে শিশুদের খেলার মাঠ, বাগান, জিমনেশিয়াম, সুইমিং পুল, ইনডোর গেমস জোন, মইল্টপারপাস রুম, বারবিকিউজ জোন, কমিউনিটি স্পেস, রিসিপশন লবি, ২৪ ঘণ্টার সিসিটিভি মনিটরিং, গেস্ট ওয়েটিং রুম এবং ফায়ার স্কেপ।

ভবনটি এমনভাবে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে যা বাইরে থেকে দেখলে মনে হবে সেখানে চারটি ভবন আছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এসই/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।