ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রেমিট্যান্স সেবায় ইসলামী ব্যাংকের স্বর্ণপদক লাভ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
রেমিট্যান্স সেবায় ইসলামী ব্যাংকের স্বর্ণপদক লাভ

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রবাসী রেমিট্যান্স আহরণে সর্বোচ্চ অবদানের জন্য সেন্টার ফর এনআরবি স্বর্ণপদক লাভ করেছে।

শনিবার(২৫ এপ্রিল’ ২০১৫) রাজধানীর এক হোটেলে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান আবদুস সাদেক ভূঁইয়ার কাছে পদক হস্তান্তর করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।



অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও গওহর রিজভী উপস্থিত ছিলেন।

সেন্টার ফর এন আর বি-এর সভাপতি এস এম শেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চিফ অব ইকোনোমিক ও কমার্শিয়াল ডেনিয়েল কিন, সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)’র নির্বাহী পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।