ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকে ‘ম্যানেজারস ইনডাকশন কোর্স’ প্রশিক্ষণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
ন্যাশনাল ব্যাংকে ‘ম্যানেজারস ইনডাকশন কোর্স’ প্রশিক্ষণ

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেড সম্প্রতি নতুন শাখা ব্যবস্থাপক ও বিভিন্ন পর্যায়ে কর্মরত মেধাবী ও সম্ভাব্য শাখা ব্যবস্থাপকদের জন্য ‘ম্যানেজারস ইনডাকশন কোর্স’ শীর্ষক সপ্তাহব্যাপী একটি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে।

ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের ৩৮জন নির্বাহী ও কর্মকর্তা অংশ নেন।



ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল হুদা খান প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

কোর্সের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান মো. জাহাঙ্গীর বিন হামিদ, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মজিবুর রহমান, সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার হরিনারায়ন দাশ ও ফারজানা হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ঘণ্টা, এপ্রিল: ২৬, ২০১৫
এসই/কেজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।